AB200419

Monday, August 18, 2025

রংপুর বিএডিসি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের শ্রমিকের বিক্ষোভ......

বিএডিসি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের শ্রমিকের বিক্ষোভ

বিএডিসি রংপুরে আজ ১৮ আগস্ট সোমবার সকাল ১০টায় কৃষি ফার্ম শ্রমিকদের নিয়মিতকরণের দাবিতে এক কর্মসূচি পালন করা হয়। এসময় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও শ্রমিক ইউনিয়ন- রংপুরের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেক শ্রমিকেরা আন্দোলনে উপস্থিত ছিলেন।





কর্মসূচিতে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে কৃষি ফার্ম শ্রমিকরা দেশের কৃষি উন্নয়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা আজও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, গবেষণা খামার, বীজ উৎপাদন কেন্দ্র, নার্সারি, দুগ্ধ খামার, রেশম বীজাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা শ্রম আইন থেকেও বাদ থাকায় ন্যায্য সুবিধা পাচ্ছেন না।


আরও অভিযোগ করেন, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয় অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং অর্থ মন্ত্রণালয় ২০২৫ সালের ১৫ এপ্রিল ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে, যা শ্রমিকদের জন্য ক্ষতিকর ও বিভ্রান্তিকর।


কর্মসূচিতে দাবিসমূহ তুলে ধরা হয়—১. অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিভ্রান্তিকর “দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা, ২০২৫” বাতিল করতে হবে। ২. বিএডিসি শ্রমিকসহ বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও গবেষণা খামারে নিয়োজিত সকল অনিয়মিত শ্রমিককে দ্রুত নিয়মিত করতে হবে। ৩. বিদ্যমান “কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭” সংশোধন করে ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে এবং শ্রম আইন অন্তর্ভুক্তির মাধ্যমে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


কর্মসূচি শেষে শ্রমিকদের একটি ছোট মিছিলও অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শ্রমিকরা সরকারের প্রতি তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Sunday, August 17, 2025

একজন দক্ষ কম্পিউটার অপারেটর প্রয়োজন.......

💥জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি💥


একটি স্বনামধন্য কোচিং সেন্টারের জন্য----

🖥️🖱️💻

একজন দক্ষ কম্পিউটার অপারেটর প্রয়োজন। নূন্যতমঃ HSC পাশ। 

ডিউটিঃ 

বিকাল ৩ টা হতে রাত ৮ ঘটিকা (৫ ঘন্টা)।

বেতনঃ ৬০০০/- (দক্ষতা বিবেচনায় আগামী বছর বৃদ্ধি পাবে)।



যোগাযোগঃ আমার Inbox।

 https://www.facebook.com/share/1CH6tYFMg1/

১৮-০৮-২৫ তারিখে টিসিবি বিতরণ.....বিস্তারিত আসছে...

১৮-০৮-২৫ তারিখে রংপুর সিটির ১০,১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডে স্মার্ট কার্ডে আগস্ট  মাসের পণ‍্য বিক্র করা হবে। প‍্যাকেজ চাল সহ-৫৪০/- 





✅ পণ্যের মূল্য


বিস্তারিত আসছে...

Monday, August 11, 2025

রংপুর সিভিল সার্জনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি..........বিস্তারিত

রংপুরের স্থায়ী বাসিন্দাদের রংপুর সিভিল সার্জনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি






আরও নিজ ইউনিয়নে শূন্যপদ জানতে চাইলে কমেন্ট করুন, পেয়ে জাবেন। 🎇  ধন্যবাদ....🎇



Thursday, August 7, 2025

রংপুরে ১৫ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫..........

  1. কছিরউদ্দিন মেডিকেলর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫




Saturday, August 2, 2025

মৌজা ম্যাপ PDF/JPG পাচ্ছেন মাত্র ২০ টাকায়.....

মৌজা ম্যাপ ফাইল কলেক্ট করুন....

আকর্ষণীয় প্রাইজে পাচ্ছেন ফাইলগুলো।


হোয়াটসএ্যাপ: 01761-311629


✅পুরো বাংলাদেশের মৌজার (প্রতি সিট) পিডিএফ (PDF)/জেপিজি (JPG) ১টি ফাইল 20 টাকা। 


Bkash Payment Number- 01761-311629





🗺️ মৌজা ম্যাপ সংগ্রহ করতে চাইলে 

নিচের তথ্যগুলো দিনঃ*  

━━━━━━━━━━━━━━━━━━━━  

➤ *১. বিভাগ*  

➤ *২. জেলা*  

➤ *৩. উপজেলা/থানা*  

➤ *৪. মৌজার নাম*  

➤ *৫. জরিপের নাম* 

*(যেমনঃ SA, CS, RS, BS ইত্যাদি)*  

➤ *৬. জেএল নং*  

➤ *৭. সিট নং* *(না জানলে দাগ নম্বর দিন)*  

━━━━━━━━━━━━━━━━━━


Add me as a contact on WhatsApp.


 https://wa.me/qr/QDW4KK5FTEZNO1


AB200419